
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্কঃ বর্তমান যুগে ছিমছাম চেহারা পেতে অনেকেই বেশ কসরত করেন। কারও আবার ফিট থাকাই লক্ষ্য। তাই স্বাস্থ্যসচেতন মানুষদের পাত থেকে ইদানীং প্রায় বিদায় নিয়েছে ময়দা। কিন্তু সকালের জলখাবারে লুচি, পরোটা থেকে পাউরুটি কিংবা মুখরোচক পাস্তা, চাউমিন সব জিভে জল আনা পদই যে ময়দা ছাড়া চলে না। কিন্তু ময়দায় রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট। তাই ফিট থাকতে চাইলে ময়দার মায়া ত্যাগ না করে উপায় নেই। বদলে খাদ্যতালিকায় রাখতে পারেন বেশ কয়েকটি স্বাস্থ্যকর বিকল্প। রইল তারই হদিশ-
* লাল আটা- ভারতীয় রান্নাঘরে সবচেয়ে সহজলভ্য বিকল্পগুলির মধ্যে একটি হল লাল আটা। গোটা গম পিষে এটি তৈরি করা হয়। পরিশোধন বা ব্লিচ করা হয় না বলে এর ভিতরে ফাইবার সহ গমের সমস্ত পুষ্টি অক্ষুণ্ন থাকে। ফলে এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভাল। ময়দার পরিবর্তে লাল আটা দিয়ে রুটি, পরোটা করতে পারেন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকবে। সহজে ওজনও নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
* রাগির আটা- প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে রাগির আটায়। এই ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে। রাগির আটার গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম। যা রক্তে ব্লাড সুগারের মাত্রাকে বাড়তে দেয় না। ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে রাগির আটা।
* জোয়ারের আটা- গ্লুটেন-ফ্রি খাবারের খোঁজে থাকলে জোয়ারের আটা দিয়ে তৈরি রুটি খেতে পারেন। উচ্চ মাত্রায় কার্বোহাইড্রেট, অ্যান্টিঅক্সিড্যান্ট, ফাইবারে ভরপুর জোয়ারের আটা। এটির গ্লাইসেমিক ইনডেক্স খুব কম থাকে। তাই ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
* বাজরার আটা- ওজন কমানোর পাশাপাশি বাজরার আটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। বাজরায় গ্লাইসেমিক ইনডেক্সের পরিমাণ কম হওয়ায় ডায়াবেটিকরা অনায়াসে খেতে পারেন। বাজরায় ফাইবারের পরিমাণও অনেক বেশি। তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও বাজরা উপকারী।
* ওটসের আটা- ডায়াবেটিসের রোগীরা ওটসের তৈরি আটা খেতে পারেন। এই দানাশস্যের আটা থেকে তৈরি রুটি ময়দার তৈরি খাবারের থেকে অনেক বেশি স্বাস্থ্যকর। রক্তে শর্করার মাত্রাকে বাড়তে দেয় না।
* বেসনের আটা- ডায়াবেটিসের রোগীদের বেসনের আটা খুবই উপকারী। ফাইবার ভরপুর থাকে বেসনের আটায়। সহজে হজম হয় না বলে এটি সুগারের মাত্রাকে বাড়তে দেয় না। মেটাবলিক রেটও ঠিক রাখে। একইসঙ্গে ডায়াবেটিসে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে না। তাই রক্তে শর্করার পরিমাণ বেশি থাকলে বেসন দিয়ে তৈরি রুটি খান।
বিশ্বজুড়ে কেন বাড়ছে কোরিয়ান প্রসাধনীর জনপ্রিয়তা? জানেন কোরিয়ানদের কাচের মতো স্বচ্ছ ত্বকের রহস্য কী?
আর এপাশ-ওপাশ নয়, এবার রাতে শুলেই জাপটে ধরবে ঘুম! শুধু দুটি নিয়মেই কুপোকাত হবে অনিদ্রার সমস্যা
মুখই বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন রোগের কী লক্ষণ দেখলে সতর্ক হবেন?
বাড়িতে বানানো স্যান্ডউইচ দোকানের মতো হয় না? শুধু ৫ টিপস মানলেই পাবেন 'পারফেক্ট' স্যান্ডউইচের স্বাদ
৮৯ তে সুইমিং পুলে ব্যায়াম করেন ধর্মেন্দ্র! জানেন জলক্রিয়া বয়স্কদের জন্য কতটা উপকারী?
ছোটবেলা থেকেই সন্তানকে কীভাবে আর্থিকভাবে সুরক্ষিত থাকতে শেখাবেন? রইল সহজ উপায়ের হদিশ
মুখে ফুটে ওঠে কিডনি বিকল হওয়ার ৫ লক্ষণ! কখন বুঝবেন চিকিৎসকের কাছে যেতে হবে?
বিদেশিরা ‘আইস অ্যাপল’ বলতে পাগল, অথচ বাঙালিরাই কদর করে না বাংলার এই ফলের! জানেন কতো গুণ?
কয়েকদিনেই ঘন-কালো-লম্বা চুল! সোনাক্ষীর পরামর্শে সহজে বানিয়ে ফেলুন ‘হেয়ার গ্রোথ’ স্প্রে, কীভাবে ব্যবহার করলে পাবেন সুফল?
দিনরাত কম্পিউটার-মোবাইলে চোখ? এই ৫ নিয়ম না মানলে অল্প বয়সেই বিপদ বাড়বে চোখের
বাড়িতে ঝগড়া, অশান্তি? এই একটি জিনিস জুতোর কাছে রাখলেই যাবতীয় ‘নেগেটিভ এনার্জি’ দূর হবে, ফিরবে শান্তি
রোজ রোজ পুষ্টিকর স্যান্ডউইচ খেতে চাইবে সন্তান, শুধু পাউরুটিতে মাখিয়ে দিন পুদিনা-পনিরের ডিপ
বয়স বাড়ছে, দাড়ি বাড়ছে না? পাঁচটি ঘরোয়া টোটকার পঞ্চবাণ প্রয়োগ করুন, ঘন কালো কেশে ঢাকবে গাল
আলু-গাজর দিয়েই তৈরি হবে জেল্লা বাড়ানোর ক্রিম! শিখে নিন প্রস্তুতপ্রণালী, আর বাজার থেকে কিনতে হবে না
নারকেল তেলে মিশিয়ে নিন ঘরোয়া তিনটি উপাদান, তাতেই তৈরি হয়ে যাবে ‘বয়স কমানো’র ফেস প্যাক